
গুয়াহাটি, ১৪ জুন :
অসম থেকে রাজ্যসভার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনডিএ-র দুই প্রার্থী, বিজেপির কানাদ পুরকায়স্থ এবং অসম গণপরিষদের (এজিপি) বীরেন্দ্র প্রসাদ বৈশ্য। বিরোধী দলগুলি এই আসন দুটিতে কোনো প্রার্থী দেয়নি, ফলে নির্বাচন ছাড়াই তারা জয়ী ঘোষিত হলেন।গতকাল, ১৩ জুন, ২০২৫, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কানাদ পুরকায়স্থ এই প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন। তিনি বিজেপির রাজ্য ইউনিটের সচিব এবং প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের পুত্র। শিলচরের বাসিন্দা কানাদ পুরকায়স্থের এই নির্বাচন তাঁর সংসদীয় জীবনের সূচনা করবে।অন্যদিকে, অসম গণপরিষদের বরিষ্ঠ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র প্রসাদ বৈশ্য তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি লোকসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ১৯ জুন, ২০২৫-এ এই দুটি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দলগুলির প্রার্থী না দেওয়ায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। এই জয় অসমে এনডিএ-র রাজনৈতিক আধিপত্যকে আরও একবার তুলে ধরল। অসমের মোট সাতটি রাজ্যসভা আসনের মধ্যে বিজেপি চারটি, এজিপি এবং ইউপিপিএল (United People’s Party Liberal) একটি করে আসন দখল করে আছে। বাকি একটি আসন স্বতন্ত্র সদস্যের দখলে।
Leave a Reply