NE NEWS 24

Truth. Timely. Trusted

ছাত্রদের রাজনীতিতে আসার আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১৭ জুন:
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী ডঃ মানিক সাহা মঙ্গলবার আগরতলার টাউন হল-এ আয়োজিত এক সংবর্ধনা সভায় জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-কে ভারতের প্রাচীন শিক্ষা ঐতিহ্যের পুনর্জাগরণ ও আধুনিক শিক্ষাব্যবস্থার রূপান্তরের অন্যতম চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেন।

টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ১০ম ও ১২শ শ্রেণির ৬০ শতাংশের ওপরে নম্বরপ্রাপ্ত ৪০০-রও বেশি ছাত্রছাত্রীকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণগত শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার সর্বদা সচেষ্ট। রাজ্যে বোর্ড পরীক্ষার ফলাফল উন্নত হয়েছে, পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থাপনের মাধ্যমে এখন ছাত্রছাত্রীদের রাজ্যের বাইরে পড়তে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে এসেছে।

ডঃ সাহা বলেন, “ভারতবর্ষের প্রাচীন নালন্দা ও তক্ষশিলার জ্ঞানঐতিহ্য ফিরিয়ে আনতেই NEP 2020 তৈরি হয়েছে। ত্রিপুরা এই শিক্ষানীতিকে আন্তরিকভাবে বাস্তবায়ন করছে। এতে ভারতীয় সংস্কৃতি, বাস্তবজ্ঞান, দক্ষতা এবং চিন্তাশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে, যাতে ছাত্রদের উৎসাহ বাড়ে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রাজনীতিতে আগমনের আহ্বান জানান। তিনি বলেন, “২০১৪ সালের পর প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ভারতীয় রাজনীতির পরিবেশ বদলে গেছে। আজ সাধারণ পরিবার থেকেও দক্ষ ও সৎ মানুষ রাজনীতিতে এসে পরিবারতন্ত্রের অবসান ঘটাতে পারছে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ত্রিপুরার বোর্ড পরীক্ষায় ছাত্রীদের ফলাফল ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রেই উন্নত হচ্ছে, যা রাজ্যের লিঙ্গ-সমতা বৃদ্ধির স্পষ্ট লক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *