নয়াদিল্লি, ১৫ জুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিশেষ বৈঠকে ভারতের ১৬তম জনগণনা — বা ‘Census‑2027’—এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার (RG&CCI) মৃতুঞ্জয় কুমার নারায়ণসহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ।
সংবিধান অনুযায়ী, সেন্সাস‑২০২৭-এ প্রাথমিক নোটিফিকেশন সোমবার ভারতের সরকারি গেজেটে প্রকাশিত হবে । প্রথম পর্যায়ে House‑Listing Operation (HLO) — প্রতিটি পরিবারের বাসস্থান, সম্পদ ও সুযোগ-সুবিধার তথ্য সংগ্রহ। দ্বিতীয় পর্যায়ে Population Enumeration (PE) — পরিবারের সকল ব্যক্তির বৈশিষ্ট্যগত যেমন অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক তথ্য আদানপ্রদান। ২০২৭ সালের এই গণনায় অংশ নিতে প্রথমবারের মতো জাতি-ভিত্তিক তথ্য (caste enumeration) অন্তর্ভুক্ত করা হবে ।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। প্রথমবারের মতো স্ব-এনুমারেশনের (self-enumeration) ব্যবস্থা চালু হবে, যাতে নাগরিকরা ঘরে বসে অনলাইনে তথ্য দিতে পারে। ১৬টি জাতীয় ভাষায় এই অ্যাপ উপলব্ধ থাকবে । প্রায় ৩৪ লক্ষ এনুমারেটর ও সুপারভাইজার, সঙ্গে ১.৩ লক্ষ ফাংশনারি গণনায় নিয়োজিত থাকবে । সংহতভাবে, সংখ্যাগত ও ভৌগোলিক কাঠামো সম্পূর্ণ জনগণনা কর্মসূচীর একটি বড় অনুষঙ্গ। ১৯৩১ সালের পর প্রথমবার এই জাতি গণনা যা বিভিন্ন সামাজিক গোষ্ঠীর বাস্তব পরিসংখ্যান তুলে ধরবে । বিশ্বমানের তথ্য সুরক্ষা ও সজ্জা, গণনাকে করে তুলবে নির্ভরযোগ্য ও আধুনিক।
অমিত শাহের আজকের প্রস্তুতি বৈঠক ভারতের আগামী দশকের জনসংখ্যাগত ও সামাজিক চিত্র নির্ধারণে এক মাইলফলক। ২০২৭ এর জনগণনা হবে তথ্যনির্ভর, সামাজিকভাবে সংবেদনশীল এবং ডিজিটালভাবে সুসংগঠিত। প্রথমবারের মতো জাতি গণনা-সহ বিস্তারিত ও নির্ভুল তথ্য তৈরি হবে, যা ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা ও জননীতি নির্ধারণে এক অন্যতম ভিত্তি হয়ে থাকবে।
Leave a Reply