আগরতলা, ১৫ জুন:
বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরস্থ পৈতৃক ভিটিতে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানিয়েছেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা ও ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যোত কিশোর দেববর্মা।
তিনি একে বাংলাদেশের ভিতরে বেড়ে চলা মৌলবাদ এবং অসহিষ্ণুতার বিপজ্জনক প্রবণতার প্রতিফলন বলে আখ্যায়িত করেন।দেববর্মা বলেন, “এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে, কুমিল্লার এমবিবি লাইব্রেরি-তেও ভাঙচুর চালানো হয়েছে।
এবার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটিও রক্ষা পেল না।”তিনি স্মরণ করিয়ে দেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের জাতীয় সংগীত রচয়িতা নন, বাংলাদেশের জাতীয় সংগীতেরও স্রষ্টা। “যখন একটি দেশ নিজের কিংবদন্তি, স্থপতি ও নায়কদের অসম্মান করে, তখন তারা অন্য কাউকে কীভাবে সম্মান করবে? এই ঘটনাগুলি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে অসহিষ্ণুতার কী বিপজ্জনক উত্থান ঘটছে,” বলেন দেববর্মা।
তিনি আরও জানান, “যেভাবে আমি ভারতের ভিতরে ধর্মীয় অসহিষ্ণুতা ও মৌলবাদের বিরুদ্ধে সরব থেকেছি, সেভাবেই আজ আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলতে বাধ্য হচ্ছি।”বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেড়ে চলা হামলার নিন্দা জানিয়ে তিনি দুই দেশের জনগণকে এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। প্রদ্যোত বলেন, “এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত সরব হওয়া। নীরবতা কেবল ঘৃণাকে প্রশ্রয় দেয়।”
Leave a Reply