NE NEWS 24

Truth. Timely. Trusted

টিপ্রা মথা দলের প্রতিনিধিদলের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ — ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সনাক্ত ও বহিষ্কারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১৪ জুনঃ

শনিবার সন্ধ্যায় টিপ্রা মথা (TIPRA Motha) দলের এক প্রতিনিধিদল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে দলের মন্ত্রী, বিধায়ক ও এক্সিকিউটিভ মেম্বার (EM) সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন এবং কেন্দ্রীয় টাস্ক ফোর্স গঠন করে ত্রিপুরায় থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের সনাক্ত ও তাড়ানোর আহ্বান জানান।

টিপ্রা মথার তরফে বলা হয়, ত্রিপুরার জনজাতীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন যে, অনুপ্রবেশকারীদের উপস্থিতি জনজাতীয় সংস্কৃতি, নিরাপত্তা এবং জমি অধিকারের ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে।

Breaking News

প্রতিনিধিদল রাজ্যপালের মাধ্যমে এই বিষয়ে একটি বিশদ প্রতিবেদন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল তাঁদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য, ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের পরিবেশ বিরাজমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *