NE NEWS 24

Truth. Timely. Trusted

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত, কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন

নিউজ ডেস্ক, ১৩ জুন

এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনায় প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মর্মান্তিক মৃত্যুআহমেদাবাদ | ১৩ জুন:এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার আহমেদাবাদে বিধ্বস্ত হয়, এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বিজেপির জ্যেষ্ঠ নেতা বিজয় রূপানির (বয়স ৬৮) মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রূপানি চলতি মাসের শুরুতেই লন্ডনে তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ১৯ জুনের উপনির্বাচনের কারণে তিনি কয়েক দিন পিছিয়ে দেন তাঁর যাত্রা।এক আত্মীয় জানিয়েছেন, “তিনি আগেই লন্ডনে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু উপনির্বাচনের কারণে যাত্রা স্থগিত করেন।”দুই দফায় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা রূপানি বর্তমানে পাঞ্জাব বিজেপির দায়িত্বে ছিলেন, যেখানে লুধিয়ানা পশ্চিম আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

গুজরাটেও দুটি আসনে উপনির্বাচন নির্ধারিত হয়েছে—একটি জুনাগড় জেলার বিস্বদরে এবং অন্যটি মেহসানার কড়ি আসনে।এই মর্মান্তিক ঘটনার পরে গুজরাট বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিজেপি পরিবার এক অভিজ্ঞ ও প্রিয় নেতাকে হারাল।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”প্রাক্তন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং শোকপ্রকাশ করে বলেন, “জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে।”পাঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখর, যিনি রূপানির ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, বলেন, “তিনি ছিলেন মাটির মানুষ, এক উদার ও সহানুভূতিশীল রাজনৈতিক নেতা। তাঁর সরলতা ও প্রজ্ঞা রাজনৈতিক মহলে এক আলাদা ছাপ রেখেছিল। আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি এবং তাঁর মতো ‘জেন্টলম্যান পলিটিশিয়ান’ বিরল। তাঁর চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি।”

Breaking News

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, “বিজয়ভাই বছরের পর বছর ধরে গুজরাট ও ভারতের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে জনজীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। আমি তাঁর সঙ্গে বহু স্মরণীয় আলাপের কথা আজ স্মরণ করছি।”এই দুর্ঘটনা গোটা দেশের রাজনীতিতে এক শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *